চট্টগ্রাম নগরীর ইপিজেডে চুরি যাওয়া ১৫ লাখ টাকার গার্মেন্টসপণ্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার আবুল কাশেমের ছেলে মো. কামরুল হুদা প্রকাশ রুবেল (৩৮), চাঁদপুরের শাহরাস্তি থানার হোসেনপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. হোসেন প্রকাশ রানা (২৪) ও বন্দর থানার ওয়াসিম চৌধুরীপাড়ার আব্দুল নুর মিঠুর ছেলে মো. শাকিল (২২)।
শুক্রবার (১৮ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গত ৬ নভেম্বর ইপিজেড এলাকার জিএইচ হেওয়ে কোম্পানির দ্বিতীয় তলার ফিনিশিং সেকশনের স্টোররুম থেকে ১ হাজার ৩০০ পিস জ্যাকেট চুরি হয়। ঘটনার পরদিন ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়।
গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে- খুলশী, বন্দর থানা ও ঢাকার খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকার থেকে চোরাই ৮৫০ পিস জ্যাকেট ও জ্যাকেটের অংশ বিশেষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার আসামিদের আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।