চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর পুরাতন রেল স্টেশনের গ্রামীণ মাঠ থেকে ৫টি টিপ ছোরা ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার লামা থানার মো. বশির মিয়ার ছেলে ফারুকুল ইসলাম নয়ন (২৫), কুমিল্লা জেলার জগন্নাথপুরের খোকন মিয়ার ছেলে ইসতিয়াক রিমন ওরফে ইমন (১৯), একই জেলার মুরাদনগর থানার আবুর হোসেন ড্রাইভারের ছেলে মো. মুন্না (২৯), কোতোয়ালী থানার ভাসমান মৃত দ্বীন ইসলামের ছেলে মো. সুমন (২৫) ও সদরঘাট থানার ভাসমান মনির হোসেনের ছেলে মো. শাকিল (১৯)।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।