চট্টগ্রামের বাকলিয়ায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লিজা আক্তারের (২৩) স্বামীর নাম আব্দুর শুক্কুর ওরফে সোহেল। দুই সন্তান নিয়ে বাকলিয়ার হাটখোলায় একটি বাসায় তারা ভাড়া থাকতেন।
সোহেলের বাবার করা মামলায় মঙ্গলবার রাতে ওই নারীকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম জানান।
তিনি বলেন, স্বামী-স্ত্রীর কলহের কারণে শ্বশুড়-শ্বাশুড়ির সঙ্গে না থেকে ওই দম্পতি আলাদা বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাতে সোহেল অসুস্থ হয়েছে বলে দেবরকে জানান লিজা।
“পরে তিনি (লিজা) তার মা ও মামাকে নিয়ে সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।”
এদিকে সোহেলের বাবা আব্দুস সালাম মঙ্গলবার রাতে বাকলিয়া থানায় মামলা করেন। পারিবারিক কলহের জেরে সোহেলকে ‘শ্বাসরোধ করে হত্যা’ করা হয়েছে বলে সেখানে অভিযোগ করা হয়।
ওসি বলেন, “অসুস্থতার কারণে সোহেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন লিজা। কিন্তু তার দুই সন্তানের সাথে কথা বলে জানতে পেরেছি, সোহেল যে সময় অসুস্থ হয়ে পড়েন বলে লিজা দাবি করেছেন, তখন রুমের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। তাছাড়া বিভিন্ন সময়ে তাদের মধ্যে ঝগড়াও হত।”
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, সুরতহালে সোহেলের গলায় ও বুকে কালো দাগ দেখা গেছে। মঙ্গলবার লাশের ময়নাতদন্তও হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।