চকরিয়ায় ভূয়া ডাক্তার গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, নভেম্বর ১৬, ২০২২ |  ৫:৪১ অপরাহ্ণ
       

চকরিয়া জমজম হাসপাতাল থেকে ভূয়া ডাক্তার হুমায়ুন কবির সিদ্দীকি কে অবশেষে গ্রেপ্তার করেছেে র্যাব।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে জমজম হাসপাতালে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ভূয়া ডাক্তার হুমায়ুন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার টরকীরচর ( টরকী ইসলামপু) গ্রামের মোহাম্মদ দিদারুল আলমের ছেলে।

পরে তাকে ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাহাতুজ্জমান ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন।

এদিকে দীর্ঘদিন ধরে ভূয়া ডাক্তার হুমায়ুন কবির জমজম হাসপাতালে দাপটের সহিত চিকিৎসা ব্যবসা চালিয়ে আসলেও হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি গোপন রাখে। এব্যাপার হাসপাতাল কতৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা নেয়ার দাবী জানিয়েছে এলাকার সচেতন মহল।

চিকিৎসা বিষয়ের উপর এমবিবিএস, এফসিপিএস সহ উচ্চতর ডিগ্রী নেয়া আছে এমন সব টাইটেল লাগিয়ে মানুষকে ধোকা দেয়া প্রতারণার সামিল। ভূয়া ডাক্তার দিয়ে চিকিৎসা চালানো এবং প্রতারণার জন্য শুধু ওই ডাক্তার নয়। জমজম হাসপাতাল ও এজন্য কম দায়ী নয়। হাসপাতাল কতৃপক্ষ সচ্চতার ও গায়ে ভাল লেবাস জড়িয়ে চিকিৎসা নিয়ে জঘন্য প্রতারণা করে যাচ্ছে দিব্বি।  অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলীয় নেতা কর্মীদের মোটা অংকের চাঁদা দিয়ে তারা এই অপকর্মে লিপ্ত।

আলমামুন /ইমা