বায়েজিদে কাগজ কারখানায় আগুন নিয়ন্ত্রণে

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, নভেম্বর ১৬, ২০২২ |  ১০:৪৫ পূর্বাহ্ণ
       

চট্টগ্রাম নগরীর বাযেজিদ বোস্তামী এলাকায় একটি কাগজ তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কারখানায় হঠাৎ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ভোর ৫টা ১০ মিনিটে তারা আগুন লাগার খবর পান।

এর পরপরই ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করেছেন। ৬টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তিনি জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পর জানানো হবে।