চট্টগ্রামে রিয়েল এস্টেট ও ফার্নিচার মেলা শুরু বৃহস্পতিবার

 নিজস্ব প্রতিবেদক |  মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ |  ৮:৪৩ অপরাহ্ণ
       

চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী রিয়েল এস্টেট ও ফার্নিচার ফেয়ার ‘বিল্ড এক্সপো-২০২২’ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর মেহেদীবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী।

লিখিত বক্তব্যে পিটুপি’র পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার বলেন, চট্টগ্রামে ‘পরিকল্পনা থেকে পরিপূর্ণনা’ স্লোগানে কাজ করছে পিটুপি। বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী ও এক্সক্লুসিভ অফার ও ছাড় নিয়ে বিল্ড এক্সপো-২০২২ আয়োজিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন- চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং পিটুপি’র প্রতিষ্ঠাতা ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এই মেলায় ভবনের ডিজাইন থেকে শুরু করে নির্মাণ এবং পুরাতন ভবন সংস্কারসহ সব ধরনের কনসালটেন্সি, অভিজ্ঞ প্রকৌশলীদের মতামত ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। এতে স্টিল, সিমেন্ট ও ফার্নিচার উৎপাদনকারী ২০-২৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা ডিসকাউন্টে সেবা গ্রহণ করা যাবে।