টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে মঙ্গলবার(১৫নভেম্বর) ফুল দিয়ে ও জেয়ারতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম জলো পরষিদরে নবনর্বিাচতি চয়োরম্যান এ টি এম পয়োরুল ইসলাম ও সাধারণ সদস্য ও সংরক্ষতি আসনের সদস্যগণ।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমসহ নবনির্বাচিত সদস্য কাজী আবদুল ওহাব,আবুল কাশেম চিশতি, মোঃ নুরুল মোস্তফা সিকদার, বোরহান উদ্দিন মোঃ এমরান, আবু আহমদ চৌধুরী,দেবব্র্রত দাশ, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, আকতার উদ্দিন মাহমুদ, এইচ. এম. আলী আবরাহা, এস, এম, আলমগীর চৌধুরী, মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী, প্রদীপ রনজন চক্রবর্তী, আবদুল আলীম, আ ম ম দিলসাদ ও মুহাম্মদ ছিদ্দিকুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য দিলোয়ারা ইউসুফ, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া, মোস্তফা রাহিলা চৌধুরী, রওশন আরা বেগম ও সুরাইয়া খানম। চট্টগ্রাম জেলা পরিষদ অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ অন্যান্যরা।
উল্লেখ্য, পুষ্পস্তবক অর্পণের পূর্বে স্থানীয় ইমামের পরিচালনায় উপস্থিত সকলেই দোয়া ও মোনাজাতে অংশ নেন।
ইমা