বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই সানিয়ার জন্মদিনে শোয়েবের শুভেচ্ছা

 ক্রীড়া ডেস্ক |  মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ |  ২:১৬ অপরাহ্ণ
       

শোয়েব মালিক-সানিয়া মির্জার বিচ্ছেদের খবরে ভারত-পাকিস্তানের গণমাধ্যম বেশ সরগরম। শেষ এক সপ্তাহ ধরে দুজনের বিচ্ছেদের গুঞ্জন চলছে। ইতি ঘটতে যাচ্ছে প্রায় এক যুগের দাম্পত্য জীবনের। যদিও এর মধ্যেই নতুন টিভি শো’র ঘোষণা দিয়েছেন দুইজন। এবার সানিয়া মির্জাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শোয়েব মালিক।

৩৬ বছরে পা রাখলেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক লেখেন, ‘শুভ জন্মদিন সানিয়া মির্জা। তোমার একটি স্বাস্থ্যকর এবং সুখী জীবন হোক, এমনটাই কামনা করছি! দিনটাকে পুরোপুরি উপভোগ করো।’ তবে এই বার্তা দেওয়ার আট ঘণ্টা পেরিয়ে গেলেও জবাব দেননি সানিয়া মির্জা।

এর আগে গণমাধ্যমে বলা হয়, শোয়েব-সানিয়া একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিক সানিয়ার সঙ্গে ভারতে রয়েছেন। সূত্র বলছে, অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কের কারণে ভেঙে যাচ্ছে শোয়েব-সানিয়ার সংসার।