
বলিউডের তারকা অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের ঘরে প্রথম আলো এসেছে। তার ঘর আলো করে এসেছে কণ্যা সন্তান। প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি।
রবিবার (৬ নভেম্বর) বেলা ১২টা ৫ মিনিটে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে রণবীর-আলিয়ার কন্যা জন্ম নিয়েছে।
খবরটি নিশ্চিত করেছে ভারতের একাধিক গণমাধ্যম। যদিও এখনও এই দম্পতির পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।
সংবাদমাধ্যমে বলা হয়েছে, রবিবার (৬ নভেম্বর) সকালেই আলিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়। সমস্ত কাজ থেকে বিরতি নিয়ে রণবীর সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। এছাড়া দুই পরিবারের সদস্যরাও ছুটে আসেন হাসপাতালে।
আলিয়ার বাবা মহেশ ভাট হাসপাতালে এসে অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ‘একটা নতুন সূর্যদয়ের অপেক্ষায়। জীবনের একটি সতেজ ঝিকিমিকি শিশিরবিন্দু।’
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া। এর দুই মাস পরই তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসতে চলেছে তাদের ঘরে। বিয়ের সাত মাসে এসে সেই অতিথি রণবীর-আলিয়ার ঘর আলোকিত করলো।
সূত্র : পিঙ্কভিলা
ইউডি