চট্টগ্রামে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘন্টায় আবদুস সালাম নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরো ৬৯ জন আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম ইনচার্জ এনতেজার ফেরদাউসের পাঠানো তথ্যে জানা যায়, সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকার বাসিন্দা আবদুস সালাম ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ১ নভেম্বর নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। এ নিয়ে চট্টগ্রামে দেড় মাসে ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৭ জন মহিলা, ৫ জন শিশু ও ৪ জন পুরুষ।
চট্টগ্রামের সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৯ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের ৪৬ জনের সরকারি পরীক্ষাগারে ও ২৩ জনের বেসরকারি পরীক্ষাগারে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন।