চান্দগাঁও থানা পুলিশের অভিযানে নগরীর মোহরাস্থ খেজুরতলা এলাকা থেকে পিংকি হিজড়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দিবাগত রাতে পিংকি বসতঘরে অভিযানে চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার পিংকী হিজড়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।
চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, বুধবার দিবাগত সাড়ে ১২টার দিকে মোহরার খেজুরতলা রেলগেটস্থ মা মগদেশ্বরী মন্দিরের পশ্চিম পাশে একটি বসতঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সে মোহরা এলাকায় মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ করে। তার নেতৃত্ব আরও ৫ থেকে ৭ জন হিজড়ার সম্পৃক্ত রয়েছে। তাদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
ইউডি