ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন।
বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন পেয়েছেন ১১ হাজার ৮১৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম পেয়েছেন ৬৬৭৯ ভোট পেয়েছেন।
নির্বাচিত হয়ে মোহাম্মদ ইসমাইল হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
ফটিকছড়ি পৌরসভায় বুধবার সকাল ৮ থেকে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের বর্তমান মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন ও আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এএসএম মিনহাজুল ইসলাম মোবাইল প্রতীক ,স্বতন্ত্র প্রার্থী কামাল পাশা চৌধুরী নারকেল গাছ নিয়ে লড়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রার্থী লড়েছেন।
১,২,৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও বাকী দুই সংরক্ষিত পদসহ সবকটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইউডি