১২’শ টাকার গ্যাস সিলিন্ডার এখন ১২’শ ৫১টাকা

 ঢাকা অফিস |  বুধবার, নভেম্বর ২, ২০২২ |  ৬:০৬ অপরাহ্ণ
       

লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন মূল্য বৃদ্ধির ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

এতদিন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১২’শ টাকা। আর  ৫১ টাকা বেড়ে এখন তা বিক্রি হবে ১২’শ ৫১ টাকায়। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্য এক হাজার ২৫১ টাকা। এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

ইউডি