বন্ধুদের হাতে ছুরিকাঘাতে নিহত হওয়ার দুুদিন আগেই নিজের ফেসবুক আইডি-তে একটা পোস্ট দিয়েছিলেন রাকিবুল ইসলাম রিকাত।
সেই পোস্টে তিনি লিখেছিলেন-‘শত্রু বলতে এখন আমি আমার বন্ধুদেরকে মনে করি। যারা সামনে থেকে কিছু করতে পারে না, পেছনে থেকে ছুরি ঢুকাতে চায়।’ ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার ঠিক দুদিন পর বন্ধুদের ছুরিকাঘাতে প্রাণ হারান রাকিবুল ইসলাম রিকাত।
রাকিবুলকে মেরে ফেলা হবে- এমন শঙ্কা তার মধ্যে জন্ম নিয়েছিল। তাই হয়ত ঘটনার দুদিন আগেই রাকিবুল তার ফেসবুক প্রোফাইল পিকচারে ‘‘আইডির মালিক মারা গেছে’’ লিখে নতুন ছবি যুক্ত করেন।
সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বলিরহাট ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার মো. শরীফের ছেলে। বর্তমানে চান্দগাঁও থানার খাজা রোডের কমিশনার গলিতে ভাড়া বাসায় থাকে তার পরিবার।
বাকলিয়া থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, বন্ধুদের সঙ্গে বলিরহাট ঘাটকুল এলাকায় ঘুরতে গিয়েছিলেন রাকিবুল। সেখানে তার কাছে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের বিষয়ে জানতে চান দুই বন্ধু। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাকিবুলকে ছুরিকাঘাত করেন তারা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ঘটনার সময় রাকিবুলের সঙ্গে তিন বন্ধু ছিলেন। এর মধ্যে দুজন ছুরিকাঘাত করেন। আমরা তাদের শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রাকিবুলকে হাসপাতালে নেয়াদের একজন মো. সাহেদ বলেন, খাজা রোড খরমপাড়ার মুখে ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে ছিলেন রাকিবুল। সেখান থেকে বিকেল সোয়া ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে বলে জেনেছি।
ইউডি