বৃষ্টি আইনের নতুন নিয়মে ম্যাচ জিততে হলে বাংলাদেশকে ৯ ওভার অর্থাৎ ৫৪ বলে ৮৫ রান করতে হবে।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত অ্যাডিলেড ওভালে বাংলাদেশের সংগ্রহ ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান। নতুন নিয়মে ১৬ ওভারে বাংলাদেশকে করতে হবে ১৫১ রান। অর্থাৎ ৫৪ বলে ৮৫ করতে হবে টাইগারদের।
প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছয় উইকেটে ১৮৪ রান।
টি-২০ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টিম ইন্ডিয়ার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল টাইগারদের। কিছুক্ষণ বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। ডি/এল মেথডে নতুন টার্গেট পেয়েছে বাংলাদেশ।
ইউডি