চট্টগ্রামে থামছেনা পাহাড় কাটা: ইউপি মেম্বারকে ২ লাখ টাকা জরিমানা

  বশির আলমামুন |  বুধবার, নভেম্বর ২, ২০২২ |  ১২:০২ পূর্বাহ্ণ
       

চট্টগ্রাম নগরী সহ জেলার বিভিন্ন স্থানে থামছেনা পাহাড় কাটা। পাহাড় খেকোরা নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করছে অন্যত্র। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরা দাপটের সাথে পাহাড় কেটে চলেছে। অভিযান চালিয়ে জেল জরিমানা করা হলেও কোন মতেই পাহাড় খেকো সিন্ডিকেটদের থামানো যাচ্ছেনা। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে শের আলী নামে সাবেক এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। সোমবার (৩১ অক্টোবর) রাতে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ার ভিলেজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।
তিনি বলেন, পাহাড় কাটার খবর পেয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুঁইছড়ি ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাহাড়কাটার সঙ্গে সাবেক ইউপি সদস্য শের আলীর সংশ্লিতা পাওয়ায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাশের একটি ছড়া থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়।

ইমা