সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেন সুরভি আক্তার। ম্যাচে জোড়া গোল করেন উমেলহা মারমা। একটি করে গোল করেন জয়নব, কানন ও থুনিয়ে মারমা।
সুরভী আক্তার ৬৮ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন। ম্যাচের ইনজুরি সময়ে আরেকটি গোল করে হ্যাটট্রিকে নাম লেখান তিনি।
ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভূটানের জালে আরো ৫টি বল ঢুকে। পূর্ণ সময়ে ম্যাচের ফলাফল দাঁড়ায় বাংলাদেশ ৮ ভূটান ০।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৫ নভেম্বর। ভুটান ৩ নভেম্বর পরের ম্যাচে নেপালের মুখোমুখি হবে।
ইউডি