ধর্ষণের অভিযোগে বগুড়ায় জামায়াতের কর্মী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

 স্লোগান ডেস্ক |  সোমবার, অক্টোবর ৩১, ২০২২ |  ৩:২২ অপরাহ্ণ
       

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে জামায়াতে ইসলামী বালাদেশ এর কর্মী আব্দুর রাজ্জাককে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।বগুড়ার নন্দীগ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

রবিবার ভুক্তভোগী নারী থানায় মামলা করলে রাতে ইউনিয়নের কুস্তা পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক নন্দীগ্রাম সদর ইউনিয়নের কুস্তা পূর্বপাড়ার প্রয়াত আব্দুর সোবাহান প্রামানিকের ছেলে। তিনি জামায়াতে ইসলামীর একজন সক্রীয় কর্মী বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা যায়, কুস্তা গ্রামের ওই নারীর স্বামী ৭ বছর আগে মারা গেছেন। দুই সন্তানের জননীকে বাড়িতে একা থাকার সুযোগে সম্পর্কে জেঠাত ভাসুর আব্দুর রাজ্জাক ওই বাড়িতে গিয়ে তাকে কু-প্রস্তাব দিতেন। গত ১৩মে রাতে বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আব্দুর রাজ্জাক। লজ্জায় কাউকে কিছু না বলায় সুযোগে ২৫ জুন রাতে ফের ওই নারীকে ধর্ষণ করেন তিনি।

স্থানীয় সুত্রে জানা গেছে, বিধবা নারীকে ধর্ষণের বিষয়টি এলাকায় জানাজানি হলে বিয়ের কথা বলে সময় পার করেন রাজ্জাক। এই সুযোগে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। পরে জনপ্রতিনিধির পরামর্শে থানায় গিয়ে মামলা দায়ের করেন ওই নারী।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমা