বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির উদ্যোগে পাঁচ দিন ব্যাপী শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবের দ্বিতীয় দিনে “দূরে থেকেও কাছে যারা” শিরোনামে প্রবাসী লেখকদের রচিত কবিতা পাঠ, শিশু সাহিত্যিক সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান ১৫ অক্টোবর শনিবার বিকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান ভাষা বিজ্ঞানী অধ্যাপক ড. মাহবুবুল হক।
অনুষ্ঠানে তিনি বলেন, শেখ রাসেল ছোটদের বইমেলা ও শিশু সাহিত্য উৎসবটি সাহিত্য সম্মেলনে পরিণত হয়েছে। শিশু সাহিত্যিক ও শিশু কিশোরদের আগমন এই মেলাকে ভিন্ন একটি আঙ্গিক দিয়েছে। তিনি বলেন, শিশুর মন বুঝতে না পারলে একজন শিশু সাহিত্যিক হওয়া বড় দুস্কর। শিশু সাহিত্যিকদের কাজ হলো শিশুদের মানস গঠনে নিজেদের চিন্তা চেতনাকে সমন্বিত করা। শিশুর জন্য যা মঙ্গলময় যা শুভ তা প্রতিষ্ঠিত করা। আজকের শিশুরা নানামুখী সংকটের মধ্য দিয়ে বেড়ে উঠছে। আমরা শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরণের বিদ্যা অর্জনে ব্যস্ত করে রাখছি। তাদেরকে ব্যস্ত করে রাখছি। এতে করে শিশুদের মনোজগতে যে প্রভাব পড়ছে তা থেকে উত্তরণের অন্যতম মাধ্যম হচ্ছে শিশু সাহিত্য। শিশু সাহিত্যিকদেরকে শিশুর মনোজগত নিয়ে ভাবতে হবে। শিশুদের মনে রঙিন কল্পনা জাগাতে, রূপে রঙে তাদের মনন তৈরিতে কাজ করতে হবে শিশু সাহিত্যিকদেরকেই।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমির সম্মানা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন কবি তপংকর চক্রবর্তী, সনজীব বড়–য়া, রোকেয়া খাতুন রুবী, হাসনাত আমজাদ ও আশরাফুল আলম পিন্টু। চট্টগ্রাম মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে ও আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার ও শিশু সাহিত্যিক আমীরুল ইসলাম, খ্যাতিমান শিশু সাহিত্যিক সুজন বড়–য়া। আলোচনায় অংশ নেন কথাপ্রকাশের স্বত্ত¡াধিকারী জসিম উদ্দিন, সূচনা বক্তব্য দেন শিশুসাহিত্যিক অরুণ শীল। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত শিশুসাহিত্যিকগণ।
দুই পর্বের স্বরচিত লেখা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপক বড়–য়া ও সৈয়দ খালেদুল আনোয়ার। অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চলনায় এতে লেখাপাঠে অংশ নেন করবী চৌধুরী, ডা. কল্যাণ বড়–য়া, কাকলী দাশগুপ্ত, কাজী মোহাম্মদ রোকনুজ্জামান, শিবুকান্তি দাশ, কাজী নাজরিন, কানিজ ফাতেমা, কানিজ ফাতেমা রোজী, কামরুন ঋৎু, কিশোয়ার জাহান, কুতুবউদ্দিন বখতেয়ার, কোহিনুর আকতার ডেজি, খালেছা খানম, গোফরান উদ্দিন টিটু, গৌতম কানুনগো, গৌরী প্রভা দাশ, ড. গৌরী ভট্টাচার্য, গৌরী সর্ববিদ্যা, চম্পা চক্রবর্তী, চৌধুরী শাহজাহান, ছন্দা দাশ, জসিম উদ্দিন খান, জয় প্রকাশ চৌধুরী, জাইদুল ইসলাম দুর্লভ, জাহানারা মুন্নী, জাহেদ কায়সার, জায়তুন্নেছা জেবু, জিন্নাহ চৌধুরী, জেবারুত সাফিনা, জোনাকি দত্ত, তানভীর হাসান বিপ্লব, তারিফা হায়দার, তৌফিকুল ইসলাম চৌধুরী, দীপান্বিতা চৌধুরী, নজরুল জাহান, নাজমাতুল আলম নান্টু বড়–য়া,নাটু বিকাশ বড়–য়া, নাছিমা আখতার রিনা, নাজিম উদ্দিন, নাহিদা সুলতানা, নিগার সুলতানা, নিজামুল ইসলাম সরফী, নিশাত হাসিনা শিরিন, নীলিমা শামীম, নুসরাত সুলতানা, নুরনাহার ডলি, নুরনাহার নিপা প্রমুখ।
‘দূরে থেকেও কাছে যারা’ শিরোনামের পর্বে এই পর্বে লুৎফর রহমান রিটন, অজয় দাশগুপ্ত, বিশ^নাথ চৌধুরী বিশু, সনতোষ বড়–য়া, সুদীপ্ত দেব, খালেদ সরফুদ্দীন, শামস চৌধুরী রুশো, শ্রীধর দত্ত, সুলতানা নুরজাহান রোজী, মির্জা মোহাম্মদ আলী, দিল মোহাম্মদ, ঝর্ণা বড়–য়া, রওশন আরা বিউটি রচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।