যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শুক্রবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বিষয়টি জানিয়েছেন। খবর রয়টার্সের।
জেলেনস্কির সঙ্গে আলাপে এমবিএস বলেন, উত্তেজনা প্রশমিত করার জন্য নেওয়া সকল পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন থাকবে সৌদি আরবের। এছাড়াও মধ্যস্থতায় ভূমিকা রাখার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি। এমনকি গত মাসে মস্কো এবং কিয়েভের মধ্যে বন্দি বিনিময়ে অপ্রত্যাশিত ভূমিকা রাখে দেশটি।
সম্প্রতি এই যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা গেছে। ওপেক প্লাসের তেল উৎপাদন কমানো নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে মার্কিন-সৌদি সম্পর্কেও। এমনকি এর ফল সৌদি আরবকে ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইমা