র‌্যাব-১১ এর হাতে ইয়াবাসহ সোনারগাঁওয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

 নারায়ণগঞ্জ প্রতিনিধি |  শনিবার, অক্টোবর ১৫, ২০২২ |  ৩:০২ অপরাহ্ণ
       

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র‌্যাবে -১১ এর হাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং ষ্টেশন এর সামনে কুমিল্লা টু ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এই অভিযানকালে ঢাকাগামী গণপরিবহনে তল্লাশী করে প্লাষ্টিকের ব্যাগে চালের ভিতর লুকানো ২,৭৯০ (দুই হাজার সাতশত নব্বই) পিস ইয়াবাসহ মো. বেলাল হোসেন (৪৫) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার মোঃ বেলাল হোসেন গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন কামারপাড়া ৭নং ওয়ার্ড, ৮নং ইউপি-জুম্মার বাড়ী এলাকার মৃত লাল মিয়ার ছেলে। গ্রেফতার আসামী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমা