নিউজিল্যান্ডকে হতাশ করে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান

 রাসেল আদিত্য, খেলাধূলা ডেস্ক |  শুক্রবার, অক্টোবর ১৪, ২০২২ |  ১০:৫৮ অপরাহ্ণ
       

শেষ পর্যন্ত পাকিস্তানই বাজিমাত করলো।নিউজিল্যান্ডের মাটিতে তাঁদের হারিয়েই ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।হ্যাগলী ওভালে আজ টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় পাকিস্তান।পাক পেসারদের সামনে আজ মাথা তুলে দাঁড়াতে পারেনি ফিল এলেন বা ডেভ কনওয়ে।কিন্তু দরকারী সময়ে ঠিকই দাঁড়িয়ে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।গ্লেন ফিলিপকে নিয়ে ৫০রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দেন।ফিলিপ আউট হয়ে গেলে মার্ক চ্যাপম্যানকে নিয়ে আরেকটি ৩৭ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৯ রানে উইলিয়ামসন আউট হয়ে গেলেও রানের গতি কমেনি।জিমি নিশাম ভালোই মারছিলেন।

কিন্তু ইনিংসের ১৮.৫ওভারে নিশাম আউট হয়ে গেলে শেষ সাত বল থেকে মাত্র পাঁচ রান তুলতে সক্ষম হয় কিউইরা।বিশ ওভারে ১৬৩ রান করে নিজেদের ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৩ রানে বাবর আজম, রিজওয়ান সহ তিন উইকেট হারিয়ে একটু চাপে পড়ে যায় পাকিস্তান।কিন্তু হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজ এসেই তান্ডবলীলা শুরু করে দিলে সময়ের সাথে সাথে পাকিস্তানের জয় স্পষ্ট হয়ে ওঠে।১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে হায়দার আউট হলেও মোহাম্মদ নওয়াজ ২২ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।বলার অপেক্ষা রাখেনা,
প্রায় একই কন্ডিশনের অষ্ট্রেলিয়ায় বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে বড় আত্মবিশ্বাস জোগাবে এই সিরিজ বিজয়।দারুণ অলরাউন্ডার পারফরম্যান্সের জন্য মোহাম্মদ নওয়াজ ম্যাচ সেরার পুরস্কার পান।

আর পুরো সিরিজে ধারাবাহিক কিপটে বল করা ব্রেসওয়েল সিরিজ সেরার পুরস্কার পান।সিরিজের তৃতীয় দলটি ছিলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ-নিউজিল্যান্ড ১৬৩/৭(২০),উইলিয়ামসন ৫৯(৩৮),ফিলিপ২৯(২২)।
পাকিস্তান ১৬৮/৫(১৯.৩),রিজওয়ান ৩৯,মোহাম্মদ নওয়াজ ৩৮*,হায়দার আলী ৩১(১৫)।

ইমা