প্রতারণার মাধ্যমে ৪’শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল কর্পোরেশন

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, অক্টোবর ১২, ২০২২ |  ৮:৫৮ অপরাহ্ণ
       

প্রতারণার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকার চাকরীজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী ও প্রবাসীর ৪শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ গ্লোবাল কর্পোরেশনের মালিক ইসমাইল হোসেন ( রিগ্যান ) এর বিরুদ্ধে।

বুধবার ১২ অক্টোবর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভূক্তভোগীদের পক্ষে আলী হায়দার স্বাধীন এই অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, প্রতারক  ইসমাইল, তার পরিবার ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে ভূক্তভোগীরা হয়রানির স্বীকার হতে হচ্ছে । সিএমপি খুলসী থানায় চারটি মামলা নিলেও ভূক্তভোগীরা চাঁদপুর সদর থানা , ঢাকার ধানমন্ডী থানায় মামলা করার জন্য ভূক্তভোগীরা গেলেও থানা  মামলা নেয়নি ।

তিনি বলেন,  ইসমাইল হোসেন ( রিগ্যান ) চট্টগ্রাম খুলশীতে ২০১৬ সালে গ্লোবাল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান খুলেন । শুরুর দিকে আমরা জানতাম কোম্পানীটি বৈধ কিন্তু বর্তমানে আমরা জানতে পেরেছি যে প্রতিষ্ঠানটি প্রতারণা চক্রের মূল কেন্দ্রবিন্দু । এই চক্রটি দেশের আনাচে কানাচে রেন্ট এ কার , পুরোনো গাড়ী ক্রয় বিক্রয় , ঠিকাদারি ব্যবসায় অধিক মুনাফার লোভ দেখিয়ে ধোকা দিয়ে বন্ধুবান্ধব , আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের থেকে গাড়ি ও প্রায় ৪শত কোটি টাকা  আত্মসাত লাপাত্তা হন । আর এই কাজে তার নিয়োজিত মার্কেটিং এর লোকজন ভূক্তভোগীদের প্রলুবদ্ধ করেন । আমরা ভূক্তভোগীরা তার খুলশীর সানমার রয়েল ব্রীজ এর বাসায় এবং দক্ষিণ খুলশীর ৮ নং রোড এ অফিসে গিয়ে তাকে , তার পরিবার ও অফিস স্টাফদের কাউকে খুঁজে পাইনি।

স্থানীয় বাসিন্দা ও বাড়ির দারোয়ানের কাছে জানতে পারি প্রতারক রিগ্যান ২৭ ই সেপ্টেম্বর ভোর ৪ ঘটিকায় সপরিবার ও তার সহযোগীদের নিয়ে সটকে পড়েন । তার প্রতারণার শিকার হন ঐ ভবনের বাসিন্দা , ইমামসহ অনেকেই । প্রতারক রিগ্যান নিজের ফ্ল্যাট ও গাড়ী একাধিক মানুষের কাছে বিক্রি করেন । প্রতারক এতই দুরদর্শী যে , পাওনাদারদেরকে বিভিন্ন সময় ফ্ল্যাট , গাড়ি ও বিনিয়োগকৃত টাকা ফেরত দিবে বলে বারংবার সুকৌশলে অসহায় সেজে ঘুরাতে থাকে । বার বার টাকা ফেরৎ দেওয়ার সময় নেয় আর এতে তাকে সাহায্য করে তার স্ত্রী , ভাই ও বাবা ।

তিনি বলেন , প্রতারক রিগ্যান ও তার পরিবার এবং তার সহযোগী ১৬ জন সদস্য বর্তমানে ভিজিট ভিসাই দুবাই / আরব আমিরাত – এ অবস্থান করছে । প্রশাসন দুবাই দূতাবাসের সাথে যোগাযোগ করে উক্ত আসামী ও তার পরিবার সহ সহযোগীদের বাংলাদেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনে সাজা দেওয়া জন্যে আইন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামাল সুমন,মোঃ মনির হোসেন,আশিষ, সালাউদ্দিন, মোঃনঈমুল ইসলাম ফরিদ,মোঃনাজিম উদ্দীন, মোঃ স্বপনসহ ভূক্তভোগীরা।

ইউডি