মেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, অক্টোবর ১২, ২০২২ |  ৬:১৫ অপরাহ্ণ
       

জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং: বি-১৮৩৩) উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বুধবার ১২ অক্টোবর দুপুর ১২ ঘটিকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড’র চট্টগ্রামস্থ প্রধান স্থাপনাগারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কোম্পানি ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যকরী সভাপতি মোঃ শাহজাহান, সহ সম্পাদক তৌহিদ হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ আইয়ুব, জহিরউদ্দিন মোঃ আকবর প্রমুখ বক্তব্য রাখেন। এসময় প্রধান স্থাপনাগারের সকল শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৬৯ সালের বঙ্গবন্ধু হাতে গড়া প্রাণের সংগঠন জাতীয় শ্রমিকলীগ হাটি হাটি পা পা করে ৫৩ বছরে পদার্পণ করতে যাচ্ছে। একটি দেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। শ্রমিক ছাড়া দেশ অঁচল। শ্রমিকরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সকল শ্রমিকদের আমাদের মূল্যায়ন ও ভালবাসা দরকার। শ্রমিকরা অক্লান্ত শ্রম দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, বঞ্চিত, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি বলেছিলেন, “বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত, একদিকে শোষক, আরেক দিকে শোষিতরা- আমি শোষিতের পক্ষে”। শোষণহীন সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ১৯৬৯ জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন। আজ এই জাতীয় শ্রমিক লীগের পতাকা তলে এসে সকল শ্রমিকরা উন্নয়শীল দেশ পরিচালনার অন্যতম চালিকাশক্তি হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে। শ্রমিকরা আজ স্বনির্ভর দেশ গঠনের প্রতিশ্রুতিবদ্ধ।

আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। বক্তারা মেঘনা পেট্রোলিয়ামের শ্রমিকদেরকে বিরাজমান  সমস্যা ও শ্রমিকদের দাবী আদায়ের ব্যাপারে আশ্বস্ত করেন।

ইউডি