দরবার-এ বেতাগী আস্তানা শরীফে জশনে জুলুস ও মাহফিল সম্পন্ন

 এম জাহাঙ্গীর নেওয়াজ |  সোমবার, অক্টোবর ১০, ২০২২ |  ৯:৩০ অপরাহ্ণ
       

বেতাগী আঞ্জমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে ১৩ই রবিউল আউয়াল ১৩৪৪হিঃ, ১০ই অক্টোবর সোমবার সকালে বিশাল জসনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে । এছাড়াও দিন ব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে; সকাল ৯ঘটিকায় দরবার-এ বেতাগী আস্তানা শরীফ হতে জুলুস রওয়ানা হয়ে কদলপুর সুলতানুল আরেফিন হযরত আশরাফ শাহ (রঃ) এর মাজারে জিয়ারত, আলোচনা,মিলাদ ও কিয়াম শেষে পুনরায় দরবদরে এসে শেষ হয়।জুলুছে নেতৃত্ব দেন দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মাওলানা গোলামুর রহমান আশরাফ্ শাহ্ (মাঃ)। এসময় এলাকার সর্বস্থরে তৌহিদী জনতার অংশ গ্রহণে বিশাল  জুলুছে রুপ নেয়।

এছাড়াও বাদে যোহর খতমে সহীহ বোখারী শরীফের আয়োজন করা হয়।খতমে বোখারী শরীফ বাদে মাগরিব পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী (মাঃ),কো- চেয়ারম্যান আল্লামা হাফেজ সোলাইমান আনসারী (মাঃ),দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ শাহ মাওলানা খলিলুর রহমান নিজামী (মাঃ)। মাহফিল শেষে তাবরুক বিতরনের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

ইমা