পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

  |  রবিবার, অক্টোবর ৯, ২০২২ |  ২:৫৩ অপরাহ্ণ
       

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইফ উদ্দিন (১১) ও স্বপ্নীল (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় লাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব বামপাড়া গ্রামে কালাম ভূঁইয়া বাড়ির পুকুরে এ মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী।পুলিশ ও স্থায়ীয় সূত্র জানা যায়, মামা জাহিদুল ইসলাম ভূঁইয়া ওরফে সাইফ উদ্দিন ও ভাগ্নে জোবায়েদুল ইসলাম স্বপ্নীল শনিবার দুপুরে গোসল করতে যায়। এর পর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। বিকেলে পুকুরের পানিতে জোবায়েদুল ইসলামকে ভাসতে দেখা যায়। তার লাশ উদ্ধার করতে গিয়ে সাইফেরও মৃতদেহ পাওয়া যায়। তাদের উদ্ধার করে নাঙ্গলকোট সদরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া স্বপ্নীল পূজার ছুটিতে নানা আবুল কালাম ভূঁইয়ার বাড়ি বেড়াতে এসেছিলো।রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও পূর্ব বামপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল হকও এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমা