নারায়ণগঞ্জে এক মঞ্চে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সবই হলো শুধু নেতৃত্ব নির্বাচন ছাড়া

 রাসেল আদিত্য, নারায়ণগঞ্জ থেকে |  শনিবার, অক্টোবর ৮, ২০২২ |  ৫:৫০ অপরাহ্ণ
       

চরম অব্যবস্থাপনা-হট্টগোল-পাল্টাপাল্টি শ্লোগান- নেতাকর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা সবই হলো, হলোনা কেবল নতুন নেতৃত্ব বাছাইয়ের অনুষ্ঠানের আসল কাজটিই।নেতৃত্বের ঘোষণা দেওয়া হবে আগামী ১১ই অক্টোবর,এটি ঘোষনা করেই কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সম্মেলনস্থল ত্যাগ করেন।রাত নয়টায় একটি অন্তঃসারশূন্য সম্মেলনের হতাশাজনক অভিজ্ঞতা নিয়ে

ফিরে আসেন সংবাদকর্মী ও সমবেত কয়েক হাজার মানুষ।উপরের বর্নিত বাস্তবতা প্রদর্শিত হয়েছে গতকাল ৭ই অক্টোবর শুক্রবার বন্দর উপজেলার কল্যানদিস্থ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বন্দর ও কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিছুর রহমান টিপুর সভাপতিতে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ। বিকাল চারটায় শুরু হওয়া সম্মেলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিমউদ্দীন প্রধান।কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শোয়েব মোহাম্মদ লিটনের সন্চালনায় দুই ইউনিয়নের এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দ নাসিরউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমএ সালাম ও একই কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোকতার হোসেন।উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাসেম সহ দুই ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।বিভিন্ন বক্তার নাতিদীর্ঘ বক্তব্যের ফাঁকে নেতৃত্ব নির্ধারন নিয়ে দফায় দফায় বৈঠক করেন নেতৃস্থানীয়রা।কিন্তু সকল পদ প্রত্যাশীদের অনড় মনোভাব,সমর্থকদের শ্লোগান পাল্টা শ্লোগানে পরিবেশ উত্তপ্ত হবার আশংকা দেখা দিলে শেষ পর্যন্ত রাত নয়টায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ নাসিরউদ্দীন আগামী ১১ই অক্টোবর বন্দরও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃত্বের ঘোষনা দেওয়া হবে জানান।এরপরই সভার সভাপতি আনিসুর রহমান টিপু সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

ইমা