চট্টগ্রাম নগরীতে ফ্রিজে ওষুধের সঙ্গে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৮ অক্টোবর) নগরীর অলংকার এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন হক বলেন, ফ্রিজে ওষুধের সাথে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে নিউ অলঙ্কার ফার্মেসিকে ২০ হাজার ও মোহাম্মদীয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউডি