চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি: |  বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ |  ১০:৫৯ পূর্বাহ্ণ
       

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল রামিম নামের ১৬ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। ৫ অক্টোবর (বুধবার) রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রামিম রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজার পাড়ার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুল সবুরের ১ম পুত্র।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আজিম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা গশ্চি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর নবী বলেন, রামিম স্থানীয় একটি সামাজিক সংগঠনের অনুষ্ঠান উপলক্ষে বাড়ির পাশের পুকুরে সাজসজ্জার কাজ করতে গিয়ে বুধবার (৫অক্টোবর) রাত ৮টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হন। তাকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১০টার দিকে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো জানান, আব্দুল্লাহ আল রামিম উরকিরচর উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এখনো তার ব্যবহারিক পরীক্ষা বাকী রয়েছে। রামিম তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম শোকে মূহ্যমান হয়ে গেছে।

ইমা