গত দুইদিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুটো অপমৃত্যু ও দুটো নিখোঁজের ঘটনায় হঠাৎ করেই খবরের শিরোনামে পরিণত হয়ে উঠেছে ফতুল্লা।বিশেষ করে নিখোঁজের ঘটনায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে।গত ৩রা অক্টোবর নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন হানিফ (৪৫)নামের এক প্রবাসী ব্যক্তি।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার রাতে ইতালি প্রবাসী হানিফ ফতুল্লার পঞ্চবটী এলাকায় অবস্থিত কলোনির পাঁচতলায় নিজের শরীরে কেরাসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।এ সময় পরিবারের অন্যরা আগুন নিভিয়ে তাঁকে দ্রুত ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যান।গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।নিহত হানিফ মুন্সীগন্জ জেলার লৌহজং থানাধীন কাজির পাগলা এলাকার জয়নাল শেখের ছেলে।এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হলেও নিহতের বড় ভাই ও শ্বশুর বাড়ীর কেউ এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাতে অনিহা প্রকাশ করেন।
অপরদিকে ৩রা অক্টোবর সোমবার দুপুরে ফতুল্লার দেওভোগে পারিবারিক কলহের জের ধরে ভোলা দাস (৬০) নামক এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। নিহত ভোলা দাস ফতুল্লা মডেল থানার দেওভোগ আখড়া এলাকার অনিল মজুমদারের বাড়ীর বাড়াটিয়া মৃত রাধা মোহন দাসের পুত্র।সোমবার (৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার দেওভোগ আখড়াস্থ অনিল মজুমদারের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ বিকেল চারটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।এ ঘটনায়ও ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ফতুল্লা মডেল থানা সূত্রে জানা যায়, ফতুল্লার আলীগঞ্জ থেকে শারমিন আক্তার (৩১) নামক এক গৃহবধূ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর চারদিন অতিবাহিত হলেও ফিরে আসেনি। নিখোঁজ শারমিন আক্তার আলীগঞ্জ বড় মসজিদ সংলগ্ন আইয়ুব আলী মিস্ত্রির ভাড়াটিয়া রাসেল আকনের স্ত্রী।
এ ঘটনায় এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় নিখোঁজের সাধারন ডায়েরী (১১৮/২২) করেন। সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত দশটার দিকে বাদীর স্ত্রী কাউকে কিছু না বলে তার ব্যবহৃত জিনিষপত্র নিয়ে আলীগঞ্জস্থ বাসা থেকে বের হয়ে যায়।এরপর সে আর বাসায় ফিরে আসেনি। পরিচিত স্বজনদের বাসায় খোঁজ করেও তার কোন সন্ধান পায়নি।
আরেক ঘটনায় জানা যায়,ফতুল্লা থানাধীন ভূইগড়ের মাহমুদপুর এলাকা থেকে রাহুল(১৭)নামের দশম শ্রেণির এক ছাত্র গত ৩রা অক্টোবর সোমবার থেকে নিখোঁজ।
সে স্থানীয় বাদলের বাসার ভাড়াটিয়া বেঞ্জামিন রবিনের পুত্র।এ ঘটনায় রাহুলের পিতা বাদী হয়ে আজ ৪অক্টোবর মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি(নং১১৪/২২) করেছেন।সেখানে তিনি উল্লেখ করেন গত ৩ রা অক্টোবর সোমবার রাহুল স্থানীয় একটি কম্পিউটার সেন্টারে ক্লাস করতে যায় অন্যান্য দিনের মতো।কিন্তু ক্লাস চলাকালীন লোডশেডিং হলে বাইরে বেড়িয়ে আসে সে।পরে বিদ্যুৎ এলেও রাহুল আর ক্লাস কিংবা বাসা কোথাও ফিরেনি।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান,রাহুলকে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইমা