দুইমাস ধরে নিখোঁজ সীতাকুণ্ড যুবদল নেতা খোকন, অনাহারে দিন কাটাচ্ছে পরিবার

 কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড |  শনিবার, অক্টোবর ১, ২০২২ |  ১২:৩৪ অপরাহ্ণ
       

দুই মাসেও খোঁজ মেলেনী সীতাকুণ্ড উপজেলা ওয়ার্ড যুবদল সভাপতি নুরুজ্জামান খোকন (৪৫) এর।

গত ২৬শে জুলাই সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার উত্তর এয়াকুব নগর ১নং ওয়ার্ড এলাকা থেকে নিখোঁজ হয় যুবদল নেতা নুরুজ্জামান। নিখোঁজের পর তার স্ত্রী পারভীন আক্তার সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেন। নিখোঁজ নুরুজ্জামান খোকন পৌরসভার মধ্যম এয়াকুবনগর এলাকার মোকাররম আলী মিস্ত্রি বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটির সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় আছেন। তাকে দ্রুত উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা স্ত্রী পারভীন আকতার বলেন, সীতাকুণ্ড থানায় অভিযোগ করার পর দুই মাস পার হলেও এখনো স্বামীর খোঁজ পাইনি। স্বামী নিখোঁজের পর থেকে আমি চার ছেলেমেয়ে নিয়ে অনাহারে, অর্ধাহারে দিনযাপন করছি। তাকে ফিরে পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

সীতাকুণ্ড মডেল থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। নিখোঁজ যুবদল নেতাকে উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছি।

ইমা