বোয়ালখালীতে হয়ে গেল সামাজিক সম্প্রীতি সমাবেশ

 বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ |  শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ |  ৮:৪৬ অপরাহ্ণ
       

বোয়ালখালীতে অসাম্প্রদায়িক ধর্মীয় এবং সামাজিক বন্ধনকে এগিয়ে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষে সকল ধর্মের মানুষ ও সুধীজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন,ইসলাম ধর্ম শিখিয়েছেন অপর ধর্মের প্রতি সম্মান দিতে। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।
এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িকতার স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দিতে হবে। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা এবং যারা সম্প্রীতি আঘাত করবে সেসব দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সুচয়ন সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস.এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়া,
মেধসমুনি আশ্রমের মহারাজ বুলবুল আনন্দ,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম,গোমদন্ডী আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, কৃষি অফিসার আতিক উল্লাহ, চেয়ারম্যান বেলাল হোসেন, এস,এম জসিম, আবদুল মান্নান মোনাফ,উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা ইলিয়াছ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মুন্না প্রমূখ।

ইমা

 

সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।