ছাগল নিয়ে পালানোর সময় বেতাগীতে ছাগল চোর জনতার হাতে আটক

 এম জাহাঙ্গীর নেওয়াজ,রাঙ্গুনিয়া |  বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ |  ১১:৩৪ অপরাহ্ণ
       

বেতাগী থেকে দিন দুপুরে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদ সাকিব জনতার হাতে আটক হয় ।

বৃহস্পতিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া মধ্য বেতাগী এলাকায় এই ঘটনা ঘটে । রাউজান ৯ নং পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া এলাকার মোহাম্মদ বুলবুলের ছেলে সে পেশায় সিএনজি অটোরিকশা চালক । জানা যায় মধ্য বেতাগী এলাকা দিয়ে যাওয়ার সময় সিএনজি অটোরিকশার পরদার ভিতর ছাগল দেখতে পেয়ে সন্দেহ হলে তাকে আটক করে অটোরিকশা সহ বেতাগী
ইউনিয়ন পরিষদে নিয়ে আসে পরে ইউপি চেয়ারম্যান ছাগল চোরকে রাঙ্গুনিয়া থানা পুলিশের হাতে তুলেদেন।

ইমা