সীতাকুণ্ড উপজেলা তাঁতী লীগের উদ্যোগে বাংলাদেশ আ’লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধায় চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মোং ইদ্রিসের বার আউলিয়া অফিসে সংগঠনের সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক ইউসুপ আলী লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মোঃ ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট ও বস্ত্রকল শ্রমিক লীগের সীতাকুণ্ড উপজেলার সভাপতি মোং মাহাবুবুল আলম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, সদস্য মোঃ হেলাল, নাজিম উদ্দিন, মোঃ আকতার,বাঁশবাড়িয়া ইউনিয়ন কমিটির আহবায়ক মোঃ হারেস, সদস্য সচিব মোস্তফা কামাল, যুগ্ন আহবায়ক মোঃ হেলাল, ভাটিয়ারী ইউনিয়ন আহবায়ক ইব্রাহিম তুহিন বাপ্পি, সদস্য সচিব মোঃ ইকবাল,যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর, সলিমপুর ইউনিয়ন আহবায়ক আশরাফুজ্বামান রনি, যুগ্ন-আহবায়ক মোঃ ইদ্রিস, মোঃ লোকমান,মোঃ নুরুদ্দিন, মোঃ জাবেদ, মোঃ ইকবাল প্রমুখ। সভা শেষে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে দেশ, জাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারবর্গের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারআউলিয়া জামে মসজিদের পেশ ইমাম মোং রফিকুল ইসলাম।
ইমা