চট্টগ্রামের রাউজানের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সক্রিয় কর্মীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের আলোকিত সংঘের উদ্যোগে দরবারে কামালিয়ার মাঠে দুইদিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে এই কর্মসূচী পালন করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম তারেক।
সংগঠনের সহ সভাপতি আবু জাফর মারুফের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।
প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিষ্ঠান বিএসআরএমের ব্যবস্থাপক মুহাম্মদ আসহাব উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত হোসেন পিপিএম।
সভায় বিশেষ অতিথি ছিলেন কামালিয়া দরবারের শাজ্জাদানশীন সৈয়দ হোসেন কামাল, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের, ভোরের কাগজ প্রতিনিধি এম রমজান আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রুস্তম শাহ জামে মসজিদ কমিটির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন, স্থানীয় আওয়ামীলীগ নেতা শেখ মফিজুল আলম সাংবাদিক আনিসুল ইসলাম, লোকমান আনসারী, আলোকিত সংঘের সাবেক সভাপতি মো. মুবিনুল হক
সাবেক সভাপতি মো. নুরউদ্দিন রকি,
সাধারণ সম্পাদক মো. সাকিবুল আলম, মো. আবু জাহেদ মনছুর, মো. মহসিন হাসান হৃদয়, মো. আবু সাঈদ, মো. আনোয়ার হোসেন সহ আরো অনেকেই।
উল্লেখ্য, সংগঠনটি বিগত ২০ বছর যাবৎ পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিলের পাশাপাশি বিনামূল্যে খৎনা, কর্ণ ছেদন, চিকিৎসা সেবা, খাদ্য সামগ্রী বিতরণসহ নানান সেবামূলক মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এছাড়াও নানান দূর্যোগে সংগঠনটি তাদের সেবামূলক কর্মসূচী সম্পাদন করেন।
ইমা