দুর্গাপূজা উপলক্ষে সীতাকুণ্ডের ৬৩ মণ্ডপে এমপি দিদারের আর্থিক অনুদান প্রদান

 সীতাকুণ্ড প্রতিনিধি |  বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ |  ৫:৩০ অপরাহ্ণ
       

সনাতন সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৬৩টি পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন চট্টগ্রাম -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

বুধবার(২৮সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু। সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, রেহান উদ্দিন রেহান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান, দিদারুল আলম এ্যাপোলো, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, নিজাম উদ্দিন, রুহুল আমিন, মোফাখর আলম চৌধুরী, মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দীন, সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী প্রমুখ।

ইমা