দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে : ডিএমপি কমিশনার

 স্লোগান ডেস্ক |  বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ |  ৪:৪২ অপরাহ্ণ
       

করোনা মহামারির কারণে গত দুই বছর সীমিত পরিসরে অনুষ্ঠিত দুর্গাপূজা এবার ফিরছে উৎসবের রঙে। সারাদেশে এবার ৩২ হাজার ১৬৮ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গোৎসব।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ১ অক্টোবর থেকে। যা ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সার্বিক নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘পূজাকে কেন্দ্র করে দুই রকমের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। একটি হলো জঙ্গি হামলার ঝুঁকি। মাস খানেক ধরে আমরা এটা নিয়ে কাজ করছি। প্রায় ৫০ জন ছেলে তাদের বাড়িঘর ত্যাগ করেছে। তারা কোথায় ট্রেনিং করছে সেটা নিয়ে আমরা কাজ করছি এবং অনেক দূর এগিয়েছি। আশা করি তারা ফিল্ডে অপারেশনে আসার আগেই হয়তো তাদের ধরতে পারবো। আমাদের গোয়েন্দা কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব রটিয়ে। বিভিন্ন পোস্ট দিয়ে, ভুয়া অ্যাকাউন্ট খুলে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া হয়েছে। এটির ঝুঁকি সব সময় থাকে। গত বছর কুমিল্লায় একটি মন্দিরে কোরআন শরীফ রাখা নিয়ে যে ঘটনাটি ঘটলো এই ধরনের অপতৎপরতা এ বছরও থাকতে পারে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘সারা দেশের সব জেলার এসপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিটিং করা হয়েছে। তাদেরও বিষয়টি জানিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।’