চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, করোনা মহামারির সময় কিভাবে দুর্যোগ মোকাবিলা করতে হয়, কিভাবে বিশ্বমন্দার সময় দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে হয় তা আমাদের দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। সাম্প্রতিক যুদ্ধে খাদ্য এবং তেলের উপর যে চাপ পড়ছে তাতে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো দেউলিয়া হবার উপক্রম। আমাদের দক্ষ প্রধানমন্ত্রী তা শক্ত হাতে সামাল দিয়েছেন। বিশ্বমন্দা ও মহামারিকালে শেখ হাসিনার নেতৃত্বগুন বিশ্ববাসীকে অবিভুত করেছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন উপলক্ষে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হযরত আমানত শাহ (রঃ) মাজার সংলগ্ন তানজিমুল মোসলেমিন এতিমখানা ও হেফজখানায় সভায় সভাপতিত্ব করেন নেছার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সি এন সি জাহাঙ্গির আলম,এতিম খানার পরিচালক হাফেজ মোঃ আমান উল্ল্যা,শেখ নাছির আহমেদ,আশরাফুল গনি,পলাশ খাস্তগীর,দেলোয়ার হোসেন দেলু,হাজ্বী মোঃ ইব্রাহীম,আলমগীর আলম,হোসেন সরওয়ার্দী,রহিম দাদ খাঁন বাদশা,ইসমাইল আজাদ,মোঃ নুরুজ্জামান,রাশেদ চৌধুরী,বাবুল দাশ বাবলু,দেলোয়ার হোসেন সুমন,আমিনুল ইসলাম আজাদ,এস এম আব্বাস উদ্দিন,সাঈদ হোসেন সোহেল, নাজমুল হাসান রুমি, নজরুল ইসলাম ,রাসেল মাহমুদ কায়সার,মোঃ নজরুল, মোঃ লোকমান হোসেন, বিপ্লব বর্ধন, জাহেদুল ইসলাম সুমন,মোঃ আজাদ হোসেন,আনিসুর রহমান মামুন,মোঃ আমজাদ হোসেন, মোঃ আনসার উদ্দিন,রিমন পাঠান,নুর উদ্দিন চৌধুরী বাবু, রাশেদুল কাদের মাহিন, সাহাদাত টিপু,বন্ধন সেন প্রমুখ।
সভার শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন হাফেজ মওলানা আরিফুল ইসলাম।পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দ এতিমদের একসাথে দুপুরের খাওয়ার খান।পরিশেষে সকল নেতৃবৃন্দ হয়রত আমানত শাহ দরগাহ জেয়ারত করেন।