নানাবিধ আয়োজনে নারায়ণগঞ্জের সর্বত্র প্রধামনন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

  রাসেল আদিত্য, নারায়ণগঞ্জ থেকে।। |  বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ |  ১:১৩ পূর্বাহ্ণ
       

পবিত্র কোরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা,আলোচনা সভা,খাবার বিতরণ সহ নানাবিধ আয়োজনে বঙ্গবন্ধু তনয়া,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে নারায়ণগঞ্জ জেলার সর্বত্র।
মূল দলের বিভিন্ন কমিটি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট,সরকারী বিভিন্ন সংস্থা,অরাজনৈতিক সংগঠন, এমনকি ব্যক্তি উদ্যোগেও আজ ২৮ শে সেপ্টেম্বর সারাদিন ধরে চলে জন্মদিন পালনের বিভিন্ন আয়োজন।
শহরের ২নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাদ জোহর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুল হাই,সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন।
মহানগর যুবলীগের উদ্যোগে আুলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আওয়ামী যুবলীগ নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু সহ প্রায় পঁচিশটি ওয়ার্ড কমিটির যুবলীগ নেতৃবৃন্দ এই আয়োজনে অংশ নেন।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে নগরীর ২১ ও ২২ নং ওয়ার্ডে ভিন্ন দুই আয়োজন ছিলো আজ দুপুরে ও
বাদ আসরে।
নারায়ণগন্জ সিটি করপোরেশনের সহযোগীতায় নারীদের অরাজনৈতিক সংগঠন টাউন ফেডারেশন প সিডিসির উদ্যোগে নগর ভবনের দ্বিতীয় তলায় বিকেল চারটায় আলোচনা সভার আয়োজন করা হয়েছিলোু।মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।অনুষ্ঠানে টাউন ফেডারেশনের সভাপতি সালমা সুলতানা,সচিব শাহনূর,সিডিসি তুরাগ
ক্লাস্টারের কোষাধ্যক্ষ লতিফা বেগম,সিডিসি মেঘনা ক্লাষ্টারের সদস্য সালমা আক্তার সাথী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কাউন্সিলর মনিরুজ্জামান মনির,আবদুল করিম বাবু ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে খাবার বিতরন করা হয়েছে একটি মাদ্রাসা ও একটি হাসপাতালে।উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম চেয়ারম্যান ব্যক্তি উদ্যোগে ঝাউচর দারুল উলুম মাদ্রাসার চারশত শিক্ষার্থীর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
আর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের জন্য ভালো খাবারের আয়োজন করেন।এটিও দুপুরে অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জে থানা আওয়ামীলীগ থানা আওয়ামী লীগ সভাপতির মিজিমিজি টিসি রোডস্থ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করে।থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টার সহ থানার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।সিদ্ধিরগন্জ থানা তাঁতী লীগ আদমজীর থানা তাঁতীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তন জন্মদিন পালন করে। বাদ আসর ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে অবস্থিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিদ্ধিরগঞ্জ থানা ইউনিট।সংগঠনের সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক তুহিন আলম সহ পনেরো জন বীর মুক্তিযোদ্ধা এই আয়োজনে অংশ নেন।
এছাড়া সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাত ফেরদাউস,উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস সহ উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগন দোয়ায় অংশ নেন।

ইমা