মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার ২৮ সেপ্টেম্বর দুপুরে চান্দগাঁও থানা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
থানা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ খান ইরফানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সাবেক আহবায়ক সদস্য নঈম উদ্দীন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরফাত হোসেন চৌধুরী, ৪নং চান্দগাঁও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফারুক আজম শাওন বাবু, সাধারণ সম্পাদক মো আবু সাঈদ, থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন, সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেন, থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রফিক, আনোয়ার হোসেন রিফাত, মোহাম্মদ আরমান, সাফায়েত সামি, আকাশ, তৌসিফ মোহাম্মদ আরিফ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ সাহসী নেতৃত্বে দীপ্ত পায়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চোখ মেলে তাকালে যে দিকে দু’চোখ যায় শুধু উন্নয়নের চিত্র ফুটে উঠে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেল, মেঘা প্রকল্প গুলো বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিেেয় গিয়েছেন। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেই দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাঁর আজীবন লালিত স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করা।
ইউডি