প্রধামন্ত্রীর ৭৬তম জন্মদিন অনুষ্ঠানে এম লতিফ এমপি

বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক |  বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২ |  ৫:১৩ অপরাহ্ণ
       

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য জনাব এম. এ. লতিফ কর্তৃক নারী সমাজের মানোন্নয়নে প্রতিষ্ঠিত নারী সংগঠন ‘স্বাধীনতা নারী শক্তি’ সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে  বুধবার(২৮ সেপ্টেম্বর) এক আলোচনা ও দোয়া মাহফিল নগরীর আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য এম. এ. লতিফ বক্তব্য রাখেন।

তিনি বলেন-প্রধানমন্ত্রী তাঁর মেধা, প্রজ্ঞা ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে প্রকৃত সোনার বাংলা বিনির্মাণে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যাবে।

বক্তারা বলেন- প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রার অংশীদ্বার আমাদের সংসদ সদস্য এম. এ. লতিফ। তাঁর প্রতিষ্ঠিত ‘স্বাধীনতা নারী শক্তি’ বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের দীক্ষায় কাজ করে যাচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতায় আগামীতেও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য নির্যাতিত নারীদের পাশে থেকে সমাজে নারীর ক্ষমতায়নে ‘স্বাধীনতা নারী শক্তি’র কর্মীদের কাজ করার আহবান জানান বক্তারা। পরে শুভ, শুভ, শুভ দিন শেখ হাসিনার জন্মদিন ধ্বনিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া। স্বাধীনতা নারী শক্তির পরিচালক অধ্যাপক বিবি মরিয়ম ও মনিকা ভট্টচার্য্যরে সঞ্চায়লনায় চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, রিলায়েন্স এসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিমিটেড’র পরিচালক ওমর মোক্তাদির, স্বাধীনতা নারী শক্তির পরিচালক হালিমা বারেক, মোহছেনা আক্তার, গোলতাজ বেগম শান্তা, শাহীনুর বেগম, রুবি আক্তার ও মাহাবুবা আরা, সহকারী পরিচালক নুর নাহার, ইউনিট নেত্রী লায়লা বেগম, টকি বড়–য়া, শাহনাজ বেগম, আমেনা খাতুন মিনা, সায়কা দোস্ত, জুলেখা বেগম, পারভিন আক্তার, মমতাজ বেগম ও জান্নাতুল ফেরদৌসসহ স্বাধীনতা নারী শক্তির বিভিন্ন ইউনিট ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইমা