লামায় বানী প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর প্রতিনিধিগণ

 লামা প্রতিনিধি |  বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২ |  ৪:২০ অপরাহ্ণ
       

বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) কর্তৃক বাস্তবায়িত ‘বানি’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন, উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন। উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বড়ুয়া পাড়াস্থ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তারা। এইচ.কে.আই এর আর্থিক সহায়তায় প্রতিনিধিগন প্রকল্পের পারিবারিক পুষ্টি কেন্দ্র, ভার্মি কম্পোষ্ট স্টেশন, আইজিএ পেপে বাগান পরিদর্শনের পাশাপাশি গর্ভবতী প্রসূতি মা এবং কিশোরীদের সাথে প্রকল্প সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

মঙ্গলবার(২৭সেপ্টেম্বর) দিনব্যাপী প্রকল্প পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জেসমিন আক্তার, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, হেলেন কেলার ইন্টারন্যাশনালের টেকনিক্যাল স্পেশালিষ্ট মো. মাহাবুব আলম, এমডিও উজ¦ল বিশ^াস, সিনিয়র মাস্টার ট্রেইনার আমিনুল ইসলাম ও উছারিং মার্মা, গ্রাউসের বানি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন। এ বিষয়ে প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর হ্লাতেন বলেন, ২০২০ সালের জুন মাস থেকে বানি প্রকল্পের আওতায় উপজেলার ৭ ইউনিয়নে মা, শিশু ও কিশোরীদের স্বাস্থ্য সেবা, পুষ্টি চাহিদা মেটাতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষ, আয় বৃদ্ধিমূলক পেঁপে, আদা ও কলা চাষ, হাঁস,মুরগি, গরু, ছাগল পাালন এবং মার্কেটিং এর (এলবিএ) বিষযে কাজ করে আসছে গ্রাউস।

ইমা