চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যুর পর এবার মারা গেল এক শিশু।
মঙ্গলবার রাতে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে মৃত্যুবরণ করে শিশু মিফতাহুল জান্নাত (৯)।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রাামে ৪ জনের মৃত্যু হয়েছে।
মিফতাহুল জান্নাত নগরের জামালখান এলাকার বাসিন্দা।
পার্কভিউ হাসপাতালে এমডি রেজাউল করিম জানান, রাতে এক শিশু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। বুধবার ভোরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।