আমিরাতেরও প্রাপ্তি আছে

দ্বিতীয় ম্যাচে প্রত্যাশীত ব্যবধানেই জিতলো বাংলাদেশ

 রাসেল আদিত্য,খেলাধুলা ডেস্ক।। |  বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২ |  ১২:৩৭ পূর্বাহ্ণ
       

আমিরাতের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতীর লক্ষ্যে আচমকাই আয়োজন করেছিলো বোর্ড।দ্বিতীয় ম্যাচে এসে কিছুটা স্বার্থকতা খুঁজে নিতেই পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।কেননা প্রথম ম্যাচের মতো আজকের ম্যাচে দুটো সমশক্তির দলের খেলা হচ্ছে মনে হয়নি।দুই দলের ব্যবধানের বাস্তবতা স্পষ্ট হয়েছে দ্বিতীয় ও শেষ ম্যাচে।৩২ রানে জয়ের চেয়ে বড় বিষয়টি ছিলো খেলার কোন পর্যায়েই মনে হয়নি বাংলাদেশের পরাজয় তো দূরে,নূন্যতম প্রতিদ্বন্ধীতাও গড়ে তুলতে পারবেনা আজ আরব আমিরাত।যদিও ৯০রানের একটি দূর্দান্ত পার্টনারশীপ গড়ে তুলেছিলো আমিরাতের দুই ব্যাটার রিজওয়ান ও বাসিল হামিদ মিলে।যা কিনা এই সিরিজের সেরা পার্টনারশীপও বটে!
১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৯ রানে চার উইকেট হারিয়ে তখনই মূলতঃ ম্যাচ থেকে ছিটকে যায় আমিরাত।তাই এতো বড় পার্টনারশীপও একমূহুর্তের জন্য আশা জাগাতে পারেনি দলটি।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজও টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আমিরাত ক্যাপ্টেন।ব্যাট করতে নেমে ২৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।সাব্বির রহমানের উপর টিম ম্যানেজমেন্ট যে বিশেষ যত্নবান তা বোঝা যায় একাদশে
তাঁর নাম দেখে।এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত ছিলো।কেননা সাব্বির বহুদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন।ছন্দে ফিরতে তাঁর একটু সময় লাগা স্বাভাবিক।সুযোগটা পেয়ে শুরুটা ভালো করেও উইকেটে থাকতে পারেননি।লিটন দাসের বেলাতেও একই কথা বলতে হয়।২০ বলে ২৫ রান করে আউট না হলে দলের স্কোর আরও বড় হতো নিঃসন্দেহে।মেহেদী ছাড়া আর কোন ব্যাটার ত্রিশও ছুঁতে পারেননি বটে, তবে ডাবল ফিগারের স্কোর করে গেছেন সবাই।ফলে বাংলাদেশের ইনিংসে কোন ফিফটি না থাকলেও ২০ ওভার শেষে পাঁচ উইকেটে ১৬৯ রানের মানসম্মত টোটাল করতে পেরেছে বাংলাদেশ। ওপেন করতে নেমে ৩৭বলে ৪৬ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলেন মেহেদী।শেষ দিকে ইয়াসির রাব্বি ও সোহানের ক্যামিও দলকে ১৬৯ পর্যন্ত আনতে পেরেছে।মোসাদ্দেকই বাদ যাবেন কেনো?২২ বলে ২৭ রানের পাশাপাশি বল হাতে দুই ওভারে মাত্র ৮ রানের বিনিময়ে দুটো উইকেট নিয়ে আজকের ম্যাচের হিরো আসলেই মোসাদ্দেক।
এই সিরিজটি আমিরাতের জন্যও বিশ্বকাপের প্রস্তুতির
অংশ।সিরিজ হারলেও আমিরাতের প্রাপ্তীও কম ছিলোনা।প্রথম ম্যাচে চিরাগ সূরীর ব্যাটিং,আজকের
ম্যাচে রিজওয়ান ও বাসিল হামিদের ব্যাটিং আমিরাতের  জন্য অবশ্যই প্রাপ্তি।
সংক্ষিপ্ত স্কোরঃ-বাংলাদেশ ১৬৯/৫(২০ ওভার),মেহেদী
৪৬,মোসাদ্দেক ২৭,ইয়াসির রাব্বি ২১*।
আরব আমিরাতঃ- ১৩৭/৫(২০ ওভার),রিজওয়ান ৫১*,
বাসিল হামিদ ৪২।মোসাদ্দেক ২/৮।

ফলঃ- বাংলাদেশ ৩২ রানে জয়ী।দুই ম্যাচ সিরিজে ২-০ তে জয়ী বাংলাদেশ।

ইমা