আইসিসির টি টোয়েন্টি র‌্যাংকিং প্রকাশ,ভারত এক নম্বরে আর বাংলাদেশ আছে নয়ে

 রাসেল আদিত্য, খেলাধুলা ডেস্ক |  মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২ |  ১২:০০ অপরাহ্ণ
       

একদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছে ভারত। যেখানে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারতীয় দল। এই সিরিজ জয়ের ফলে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করে রাখলো রোহিত শর্মার দল।অন্যদিকে বাংলাদেশ ২২৪ পয়েন্ট নিয়ে আছে ৯ নম্বরে।২০ ওভারের ক্রিকেটে বাজে পারফরম্যান্সের কারনে বাংলাদেশ যে তলানির দিকে থাকবে এটা অনুমিতই ছিলো।আগের জায়গাতেই আছে বাংলাদেশ।তবুও স্বান্তনা যে আফগানদের উপরে আছে বাংলাদেশ।
অসিদের বিরুদ্ধে পরশুর জয়ের ফলে প্রথম স্থানে থাকা ভারতের বর্তমান রেটিং পয়েন্ট ২৬৮। আর দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬১,৩য় ও ৪র্থ অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দলের বর্তমান রেটিং পয়েন্ট ২৫৮। এছাড়া ২৫৩ রেটিং নিয়ে ৫ নম্বরে নিউজিল্যান্ড। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৭ ও সর্বশেষ এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা রেটিং পয়েন্ট ২৩৭ নিয়ে ৮ নম্বরে,২২৪ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে বাংলাদেশ আর ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান
রয়েছে তালিকার দশ নম্বরে।গত মধ্যরাতে আইসিসি নতুন এই হালনাগাদ তালিকা প্রকাশ করে ।

ইমা