মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

 মিরসরাই প্রতিনিধি |  সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ |  ৯:২৫ অপরাহ্ণ
       

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শিরিনা বেগম (৫২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বারৈয়ারহাট লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিরিনা বেগম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. নুরুল হুদার স্ত্রী।

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিরিন নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।

ইউডি