নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচী ও মতবিনিময় সভায় চেম্বার সভাপতির অংশগ্রহণ

 নিজস্ব প্রতিবেদক |  সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ |  ৭:৩৪ অপরাহ্ণ
       

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম এফবিসিসিআই প্রতিনিধিদলের হয়ে গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।

এই সফরের অংশ হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদান করেন এবং পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক আয়োজিত বিজনেস এক্সপো ২০২২ এ গেস্ট স্পিকার এবং ২৫ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার উপর বিশেষ বক্তা হিসেবে অংশগ্রহণ করেন।

এছাড়া তিনি ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইন্ক আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

চেম্বার সভাপতি কানাডা ও যুক্তরাজ্য হয়ে আগামী ৯ অক্টোবর দেশে ফিরবেন।