আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন পরিষদে আয়োজনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর ) সকালে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সংঘপ্রিয় বড়ুয়া, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মিন্টু কুমার বড়ুয়া, বিনাজুরী ইউনিয়ন বিট অফিসার সুমন দাশ, ইউপি সদস্য সরোয়ার আজাদ, মো. মহি উদ্দিন, শিমুল বিশ্বাস, উত্তম কুমার,মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, রণজিৎ কুমার বড়ুয়া, মানিক চক্রবর্তী, অসিম দে, শিক্ষক সোলায়মান, সুরেশ চন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা মিলন চৌধুরী, বসু মিত্র প্রমুখ।
ইমা