আরব আমিরাতে ‘লাকি সেভেন’ ভর করলো বাংলাদেশ নারী ক্রিকেট দলেও,আইরিশদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরছে নিগাররা

  রাসেল আদিত্য,খেলাধুলা ডেস্ক।। |  সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ |  ১১:০১ পূর্বাহ্ণ
       

কয়েকদিন আগে মেয়েদের মাধ্যমেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন পর এসেছিলো আনন্দের উপলক্ষ্য।প্রথম বারের মতো জিতেছিলো সাফ ফুটবলের শিরোপা।আরেকটি শিরোপা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা। এবার বিশ্বকাপের বাছাই পর্বের চ্যাম্পিয়ন হয়েছে আমাদের প্রমিলা ক্রিকেটাররা।
মিডিয়া যাঁদের নিকনেম দিয়েছে টাইগ্রেস।আইসিসির বাইলজ অনুযায়ী বাছাইপর্বের ফাইনালিস্ট দুই দলই চুড়ান্ত পর্ব খেলার সুযোগ পাবে।সেমিফাইনালে থাই মেয়েদের হারিয়ে সেই যোগ্যতা আগেই অর্জন করেছিলো টাইগ্রেসরা।তাতেই দায়িত্ব শেষ ভাবেনি ফারজানারা।সেরার মর্যাদা নিয়েই ফিরতে চেয়েছিলেন
তাঁরা।আজ আয়ারল্যান্ডের মেয়েদের ৭ রানে হারিয়ে সেই লক্ষ্য পূরণ করেছেন তাঁরা। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা।আবুধাবির উইকেট তেমন রান প্রসবা নয়।
সেই ধারাবাহিকতা বজায় থাকলো বাংলাদেশের ইনিংসে।২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২০ রান করতে পারে বাংলাদেশের মেয়েরা।সেটিও ফারজানা হকের ৫৫ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংসের জন্যই
সম্ভব হয়েছে।১২১ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি
আইরিশ টপঅর্ডার।কিন্তু বোলিংয়ে দুই উইকেট নেওয়া
কেলি নীচের দিকে নেমে ২৪ বলে ২৮ রানের ইনিংস খেলে জমিয়ে তোলেন ম্যাচ।কিন্তু শেষ রক্ষা হয়নি।
বাংলাদেশের মেয়েরা নিয়ন্ত্রিত বোলিং করে গেলে ২০
ওভারে নয় উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে সক্ষম হয়
আয়ারল্যান্ড।বাংলাদেশ জিতে যায় ৭ রানে।বাংলাদেশী
বোলারদের মধ্যে রুমানা হক তিনটি,মেঘলা ও সোহেলী
দুটি করে উইকেট নেন।
ফারজানা হক পান ম্যাচ সেরার পুরস্কার।
কাকতালীয় ভাবে একই দিনে আরব আমিরাতে বাংলাদেশের ছেলেরাও স্বাগতিকদের হারায়
৭ রানে।বলাই যায় আরব আমিরাতে ৭ সংখ্যাটি ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশের জন্য সত্যিই লাকি সেভেন হয়েই এসেছিলো।

সংক্ষিপ্ত স্কোরঃ-বাংলাদেশ ১২০/৮(২০ ওভার),
ফারজানা হক ৬১,রুমানা ২১।লরা ডেলানি ৩/২৭।
আয়ারল্যান্ড ১১৩/৯(২০ ওভার), কেলি ২৮,ওয়ালড্রন ১৯।রুমানা হক ৩/২৪,সানজিদা মেঘলা ২/১৬,সোহেলী
২/২১।

ইমা