সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) নিয়ে আদালতে গেছেন তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরা অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনারের (প্রসিকিউশন) কার্যালয়ে পৌঁছান।
তিনি মামলা সংশ্লিষ্ট বিভিন্ন কেস ডকেট লাগেজ ভর্তি করে আদালতে নিয়ে এসেছেন।
এই ব্যাপারে উপস্থিত গণমাধ্যম কর্মীদেরকে পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, মামলার বিচারিক কাজে আদালতে এসেছি। আমাদের যেসব প্রক্রিয়া আছে সেগুলো শেষ করে আপনাদের জানাব।
ইউডি